ছোট বেলায় বাবার সাথে
গ্রাম্য বাজার যেতাম,
রং বেরঙের শাক বা সবজি
ব্যাগ ভরিয়ে নিতাম।
সবুজ সবজি দামে সস্তা
মসল্লার দাম চড়া,
আলুর কেজি টাকা টাকা
কৃষকের মন কড়া।
মাছের দোকান যেয়ে দেখি
হরেক রকম মাছ,
টেংরা, মাগুর, শিং পাদ্দা সব
করছে চালায় নাচ।
দেশি মাছের নেইতো অভাব
সস্তায় বিক্রয় হয়,
ক্ষণে ক্ষণে জেলে বেটা
কম রাগান্বিত নয়।
ডারকা, পুঁটি, টোরা, পয়া
কেউতো কিনে না,
শোল, বোয়াল ও মাগুর পেলে
কেউ যে ছাড়ে না।
পাশে আছে টাটকা ইলিশ
আর আছে রুই কাতলা,
ক্রেতাগণে সবই কিনে
চালা করে পাতলা।