বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......৭ বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাস না হলে অনুমতি বাতিল

৭ বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাস না হলে অনুমতি বাতিল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সাত বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করতে না পারলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনুমতি সাময়িকভাবে বাতিল করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এ নীতিমালা মেনে চলতে হবে। তবে ক্ষেত্র বিশেষে আরো পাঁচ বছর নবায়ণের সুযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনে সংসদ সদস্য বেগম শাহিদা তারেক দীপ্তির লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদে এ তথ্য জানান।

অপর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে সিসি ক্যামেরাসহ মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত কমিটি শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে মাদক সেবন করা থেকে বিরত রাখার ব্যবস্থা করছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আশরাফুন নেছা মোশারফের এক প্রশ্নের জবাবে শিক্ষমন্ত্রী জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে সারা দেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।

সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, সারা দেশে তিনটি সরকারি মাদ্রাসাসহ দাখিল ও আলিম স্তরে মোট ৯ হাজার ৩৪৭টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে দাখিল স্তরে ৬ হাজার ৫৩৮টি আলিম স্তরে ২ হাজার ৮০৯টি মাদ্রাসা রয়েছে। এছাড়া ৬ হাজার ৮৫৬টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ