বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগপার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় চত্বরে গ্রেনেড বিস্ফোরণ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় চত্বরে গ্রেনেড বিস্ফোরণ

রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় চত্বরে একটি স্বল্প ক্ষমতাসম্পন্ন গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং চাকা পাংচার হয়। এছাড়া গ্রেনেডের স্প্লিন্টার চত্বরে থাকা আরো ৪টি গাড়িতে আঘাত করে। তবে এতে কেউ হতাহত হয়নি। রোববার রাত সাড়ে ৩টার দিকে আঞ্চলিক পরিষদ কার্যালয়ের দ্বিতীয় প্রবেশ মুখের কাছের একটি লিচু গাছের নিচে এই বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রাথমিকভাবে এটিকে স্বল্প ক্ষমতাসম্পন্ন গ্রেনেড হিসেবে সনাক্তের কথা জানান। রাঙামাটির সহকারী পুলিশ সুপার (এএসপি) এস কে পাল  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে, এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা পার্বত্য চুক্তিবিরোধী অপশক্তিকে দায়ী করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ