মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদরাজনীতি২০ দলীয় জোটের ঢিলেঢালা হরতাল চলছে

২০ দলীয় জোটের ঢিলেঢালা হরতাল চলছে

উচ্চ আদালতের বিচারকদের সরানোর ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খিঁলগাও, মগবাজার, ডেমরা ও রায়েরবাগসহ রাজধানীর কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল হলেও কোথাও বড় কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ৬টার দিকে টিএসসি এলাকায় ছাত্রদল মিছিলের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে আটক করে।

এছাড়া শিবিরকর্মীরা মগবাজারে রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলেও পুলিশ আসার আগেই তারা সেখান থেকে সরে যায়। এদিকে হরতালে যে কোনও ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর সড়কগুলোর মোড়ে মোড়ে পুলিশ ও র‌্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের আশেপাশেও সতর্ক অবস্থায় রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, সকাল থেকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে, কোথাও কোনও গোলযোগ ঘটেনি। এর আগে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে দু্ই দফার হরতাল কর্মসূচি দেয় জামায়াত। গত বৃহস্পতিবার প্রথম দফার ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ছিল। দ্বিতীয় দফার হরতাল কর্মসূচি গতকাল ভোর ছয়টা থেকে শুরু হয়ে আজ ভোর ছয়টায় শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ