বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা

সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আদালত বর্জনের সমর্থনে বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার বেলা ১১টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ মিছিল করছেন তারা। এ সময় তারা ভবনের চারটি গেটে (দ্বিতীয় তলায় ৩টি, নিচতলায় ১টি) তালা ঝুলিয়ে দেন।

বুধবার জাতীয় সংসদে বিচারপতিদের অপসারণ নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। এর প্রতিবাদে গত শনিবার কালো পতাকা মিছিল ও সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন কর্মসূচি ঘোষণ‍া ‍করে বাংলাদেশ বার কাউন্সিল। কর্মসূচির অংশ হিসেবে রোববার বিএনপিপন্থি আইনজীবীরা কালো পতাকা মিছিল করেন। আর সোমবার পালন করছেন আদালত বর্জন কর্মসূচি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ