মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিষোড়শ সংশোধনী বিল পুনর্বিবেচনার জন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি

ষোড়শ সংশোধনী বিল পুনর্বিবেচনার জন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি

রাষ্ট্রপতিকে সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে স্বাক্ষর না করে সংসদের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ শাহজাহান বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিধান রেখে সংসদে পাস হওয়া বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। রাষ্ট্রপতি একজন বিজ্ঞ আইনজীবী। আমরা তাকে আহ্বান জানাই, তিনি যেন বিলে স্বাক্ষর না করেন। এটি যেন পুনর্বিবেচনার জন্য সংসদের কাছে পাঠান। তা না হলে আমরা ধরে নেবো, ১৯৭৫ সালের সংসদে‌ সব দলকে নিষিদ্ধ করে যেভাবে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল সে পথেই হাঁটছে বর্তমান সরকার।

আরও পড়ুন

সর্বশেষ