মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখাদ্য নিরাপত্তা আইন হচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা আইন হচ্ছে: খাদ্যমন্ত্রী

food-ministerআগামী বাজেটে খাদ্য নিরাপত্তা আইন-২০১৩ পাস করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন,‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আইন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে এই আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। আগামী বাজেটে এ আইন পাস করে তা বাস্তবায়ন করা হবে।’

রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ‘খাদ্য নিরাপত্তা আইন-২০১৩’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করেছে।

খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন,‘ খাদ্যের দূষণ নিয়ে মানুষ চরমভাবে আতঙ্কিত। এই আতঙ্ক দূর করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই আইন করা হচ্ছে।’

তিনি জানান, খাদ্যের নিরাপত্তার জন্য একক কোন প্রতিষ্ঠান নেই। তা না থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য ছড়িয়ে আছে। এ সমস্যা দূর করতে একটি প্রতিষ্ঠান করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এর প্রেক্ষিতে খাদ্য আইন প্রণয়নের জন্য খাদ্য মন্ত্রণালয়কে বলা হয়। এরপরই খাদ্য মন্ত্রণালয় আইন তৈরির কাজ শুরু করে।’

খাদ্যমন্ত্রী বলেন,‘ ফুড প্রসেসিং ই-াস্ট্রিজ নিয়েও মানুষের মধ্যে চরম, আতঙ্ক বিরাজ করছে। ভেজাল খাদ্য গ্রহণের কারণে মানুষের দেহে ক্যান্সারসহ মরণব্যাধি হচ্ছে। এ কারণে আমরা একটি খাদ্য আইনের ওপর জোর দিচ্ছি। আইন পাসের পর তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।’

যুগোপযোগী একটি আইন প্রণয়নের জন্য সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রহণযোগ্য, অবাধ  ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি।’ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন,‘ সরকারের উদ্দেশ্য তত্ত্বাবধায়ক নয়, লক্ষ্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সংবিধান অনুসারে নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রী আন্তরিক। এজন্য আলাপ-আলোচনা করতে চাই।’

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে সাংসদ এম এ লতিফ, চেম্বারের সিনিয়র পরিচালক সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল বারি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমেদ ও ক্যাব চট্টগ্রামের সভাপতি ইকবাল বাহার সাবেরী বক্তব্য দেন।

আরও পড়ুন

সর্বশেষ