সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্বইরাকে সহিংসতায় মে মাসে সহস্রাধিক নিহত

ইরাকে সহিংসতায় মে মাসে সহস্রাধিক নিহত

irakইরাকে সহিংসতায় গত মে মাসে হাজারেরও বেশি সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবার প্রকাশিত এক সমীক্ষায় সংস্থাটি জানিয়েছে, গত এক মাসে এক হাজার ৪৫ জন মানুষ মারা গেছে। এর মধ্যে রাজধানী বাগদাদেই নিহত হয়েছেন অর্ধেক।

গাড়ি বোমা এবং অন্যান্য বিস্ফোরণ এ বিপুল পরিমাণ হতাহতের কারণ বলেও জানিয়েছে জাতিসংঘ।

এ হিসাবকে দুঃখজনক রেকর্ড উল্লেখ করে দেশটির রাজনীতিবিদদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরাকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন কোবলার। গত দুই মাসে হঠাৎ করেই ইরাকজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এদিকে, বিষাক্ত স্যারিন ও মাস্টার্ড গ্যাস প্রস্তুতকারী ৩টি রাসায়নিক অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ