শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে২৫ শে মার্চ, ঢাকা শহর : সেলিনা হক

২৫ শে মার্চ, ঢাকা শহর : সেলিনা হক

 

ঘুমিয়ে ছিল মানুষ যখন শহর জুড়ে,
নীরবে,নিঃশব্দের চাদর মুড়ে।
এলো পঁচিশে মার্চের ভয়ালরাত,
পাকিস্তানি হানাদার বাহিনীর কালো হাত।

রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়ে,
নিরীহ,নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করে,
শুরু হয় অপারেশন সার্চলাইট —–
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস,শিক্ষকের আবাস,
পিলখানা, ইপিআর ব্যারাকসহ,রাজারবাগ পুলিশলাইন
সর্বত্র চালায় অতর্কিতে আক্রমণ, হত্যাযজ্ঞ।

সেদিন ছিলোনা কোন মানবতাবিরোধী আইন ——
আগুনের লেলিহান শিখা থেকে
রেহাই পায়নি ওই রাতে
বস্তিবাসী, রিক্সাওয়ালা,এমনকি ঘুমিয়ে থাকা ফুটপাতের ঘুমিয়ে থাকা মানুষগুলো।
রাজপথে, জলপাই রঙ ট্যাংক
আর্মির কনভয় আর বুটের ভারী শব্দে
চেনা শহর পরিনত হয়,
ভীত সন্ত্রস্ত এক জনপদে।

মর্টারশেলের গুলির শব্দ,কামানের ভারী আওয়াজে,
মানুষের সকরুণ বেঁচে থাকার আর্তনাদে,
থরথর করে কেঁপে উঠে পুরো শহর।
নিমিষেই মৃত্যুর হিমশীতল স্পর্শে
নিথর,নিস্তব্ধ হয়ে যায় প্রানের শহর।

আরও পড়ুন

সর্বশেষ