বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয় সংসদের চলতি অধিবেশন ১০ দিনের বিরতি দিয়ে মুলতবি ঘোষণা

সংসদের চলতি অধিবেশন ১০ দিনের বিরতি দিয়ে মুলতবি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধী দল ছাড়াই শেষ হলো নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম পর্ব। বিরোধী দলের টানা অনুপস্থিতিতে শেষ হলো প্রথম পর্বের ৬ষ্ঠ দিবসের কার্যসূচি। চলতি অধিবেশনের শুরু থেকেই বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাত ৮টা ৫৩ মিনিটে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী সংসদের চলতি অধিবেশন ১০ দিনের বিরতি দিয়ে মুলতবি ঘোষণা করেন। সংসদের বৈঠক ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। ফলে ঝুলেই রইলো নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ।

নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা বর্তমান সংসদের মেয়াদ। সে হিসেবে এটাই হবে মহাজোট সরকারের শেষ অধিবেশন।

চলতি অধিবেশনের স্বাগত বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, এ অধিবেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। সংবিধান অনুযায়ী ২৫ জানুয়ারির মধ্যে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

চলতি অধিবেশন শুরুর আগে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদে যোগ দেওয়ার কথা বললেও শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে বিরত থাকেন। বিরোধী দলহীন এ অধিবেশন ছিলো অনেকটাই প্রাণহীন। সরকার দলীয় সংসদ সদস্যেদের মধ্যে দেখা গেছে আয়েশী ভঙ্গি। বিরোধী দল না থাকায় জমে ওঠেনি সংসদ।

প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের চলতি এ অধিবেশন শুরু হয় ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায়। টানা ৬ দিন অধিবেশন চলার পর দীর্ঘ বিরতি দেওয়া হয় চলতি অধিবেশনের।

আরও পড়ুন

সর্বশেষ