বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগপাঁচ মামলায় চাঁদপুর আদালতে হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

পাঁচ মামলায় চাঁদপুর আদালতে হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

হত্যা চেষ্টা ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলায় চাঁদপুর আদালতে হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীলিপ কুমার ভৌমিক, জেলা জজ মফিজুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দের আদালতে এসব হাজিরা দেন মিলন। মামলাগুলো হলো-জি আর ১৯২/২০১৩, ১৯৩/২০১৩, ২৪৬/০৯, ৩৩/২০১০ ও ৬১/২০১০।

মিলনের আইনজীবী অ্যাডভোকেট কামুরুল ইসলাম ও মাইনুল ইসলাম  জানান, ২০১৩ সালের ১৯ মার্চ বিএনপির ডাকা হরতাল চলাকালে কচুয়া উপজেলার ঘাগড়া ব্রিজ ও মসজিদের কাছে স্বশস্ত্র অবস্থান, জনমনে আতঙ্ক সৃষ্টি, অবৈধ সমাবেশ ও মিছিল, ষড়যন্ত্র, নাশকতা, ত্রাস এবং সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে কচুয়া থানায় মামলা দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান। এছাড়া ২০১০ সালে জনৈক পলাশ নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা ও হুকুমের দায়ে মামলা রয়েছে মিলনের বিরুদ্ধে।

আরও পড়ুন

সর্বশেষ