শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের দুই গ্রুপ

শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের দুই গ্রুপ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের দুই গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন ডা. ইমরান এইচ সরকার এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন কামাল পাশা চৌধুরী।  মঙ্গলবার বেলা সাড়ে দশটার পর থেকে তারা শাহবাগ জাদুঘরের সামনে জড়ো হতে ‍শুরু করেন।

এদিকে শাহবাগ আন্দোলন’র ব্যানারে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর নেতৃত্বে একই স্থানে অবস্থান নিয়েছে আরেকটি দল। তাদের সঙ্গে রয়েছে ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের একটি গ্রুপ। ইমরান এইচ সরকার বলেন, নিজামীর রায় ঘোষণার আগে জামায়াতের নীরবতা দেখে আগেই আশঙ্কা করেছিলাম, যে এ রায় নিয়ে কোনো ষড়যন্ত্র হতে পারে। এখন মনে হচ্ছে, সে আশঙ্কাই সত্য হয়েছে। রায় ঘোষণার দিন অসুস্থতার ভান করে নিজামী রায়কে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছেন। বাপ্পাদিত্য বসু বলেন, অসুস্থতার ভান ধরে নিজামী বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। সরকারও সে ফাঁদে পা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অন্যদিকে কামাল পাশার গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন দেশাত্মবোধক গণসঙ্গীত পরিবেশন করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ