শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়নারী আসনের নির্বাচন পদ্ধতি নারী ক্ষমতায়নের মূল উদ্দেশ্য ব্যহত করছে

নারী আসনের নির্বাচন পদ্ধতি নারী ক্ষমতায়নের মূল উদ্দেশ্য ব্যহত করছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৮ জন প্রার্থীর মধ্যে ২৪ শতাংশ কোটিপতি। তবে পুরুষ প্রার্থীদের চেয়ে ব্যেতিক্রম হচ্ছে নারী আসনের প্রার্থীদের কারও বিরুদ্ধেই কোন ধরণের মামলা নেই। আজ নির্বাচন কমিশনের ওয়েবসাইটেরতথ্য বিশ্লেষণ করে নারী আসনের ৪৮ জন প্রার্থীর বিস্তারিত তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনয়তনে এ অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর, সুজনের সহসমন্বয়কারী সানজিদা হক প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নারী আসনের নির্বাচন পদ্ধতি নারী ক্ষমতায়নের মূল উদ্দেশ্য ব্যহত করছে বলে উল্লেখ করা হয়। ঘুর্ণায়মান পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি করে সুজন।

আরও পড়ুন

সর্বশেষ