মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েশনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আহ্বান

শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আহ্বান

al logoআগামী ১ জুন শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কিশোরগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এ সভা আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। সাবেক স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। আগামী ৩ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশি¬ষ্ট সবাইকে সংসদীয় বোর্ডের এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে, একই দিন সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই মত বিনিময়ে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

সর্বশেষ