সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
প্রচ্ছদইন্টারভিউনাফিসের রায় ৯ আগস্ট

নাফিসের রায় ৯ আগস্ট

NAFIS USAবাংলাদেশি নাগরিক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সাজার রায়ের দিন আগামী ৯ আগস্ট ঠিক করেছে মার্কিন আদালত। বৃহস্পতিবার এই মামলার রায় দেয়ার কথা ছিল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল কোর্টের এক মুখপাত্র এমন তথ্য জানিয়ে আরো বলেন, নাফিসের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৯ আগস্ট নির্ধারণ করেছেন বিচারক ক্যারল অ্যামন। এসময় এজলাসে নাফিস উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

২০১২ সালের ১৭ অক্টোবর সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে স্টিং অপারেশনের মাধ্যমে নাফিসকে গ্রেপ্তার করে এফবিআই। অপরাধের সাজা হিসেবে ৩০ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে নাফিসের।

আরও পড়ুন

সর্বশেষ