তারেক রহমানের দেশে ফেরার আভাস পেয়ে সরকার আতঙ্কিত হয়ে এখন মনঃস্তাত্ত্বিক চাপে ভুগছে। এ জন্য একই ইস্যুতে সরকারের মন্ত্রীরা তিন-চার রকম বক্তব্য দিচ্ছে। তারা পথভ্রস্ট হয়ে পড়েছে। এ মন্তব্য বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমদের। ‘বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হাসিনা সরকার ও দুদকের অব্যাহত ষড়যন্ত্র এবং প্রতিহিংসার প্রতিবাদে’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, “তারেক রহমান যে দিন মনে করবেন দেশে আসা প্রয়োজন, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, তখনই তিনি দেশে ফিরে আসবেন।” “তারেক দেশে ফিরবেন এবং সাহসের সঙ্গে আইনি মোকাবেলা করবেন।” বলেও মন্তব্য করেন মওদুদ। আয়োজত সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চলচ্চিত্রকার কাজী মাজহারুল হক আনোয়ার প্রমুখ।