বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
পৃথিবীতে আসার আগেই নিজেকে এবং নিজের বাবা মাকে খবরের শিরোনামে রেখেছিল আরাধ্যা রাই বচ্চন। এবার আরেকটি খবরের মাধ্যমে খরবে চলে এসেছে সে। স্কুলে যাবে বচ্চন পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য।
চলতি বছরের নভেম্বরের দুই বছর পূরণ করবে আরাধ্যা। এর মধ্যেই ঐশ্বরিয়া-অভিষেক মিলে একমাত্র মেয়ের জন্য একটি উপযুক্ত প্লেস্কুলের সন্ধান শুরু করে দিয়েছেন। নতুন শিক্ষাবর্ষে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হবে।
বচ্চন পরিবার মনে করছে স্কুলে যাওয়ার জন্য যথেষ্ট বড় হয়েছে আরাধ্যা। এরিমধ্যে আইপ্যাড চালানোও আয়ত্ত করে ফেলেছে সে।
সূত্র জানিয়েছে, এখন স্কুলে যাওয়ার এবং সমবয়সী বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যথেষ্ঠ বড় হয়েছে আরাধ্যা। এখন তার জন্য শুধু ভালো স্কুল খুঁজছে তার বাবা-মা।