বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
নিজের শরীর দেখাতে হলিউড তারকাদের জুড়ি নেই। বিজ্ঞাপন চিত্র, গানের মডেল, সাময়িকীর প্রচ্ছদ বা মুভি যাই হোক না কেনো চরিত্রের প্রয়োজনে নগ্ন হতে দ্বিধা নেই তাদের।
এই দৌড়ে পিছিয়ে নেই জনপ্রিয় মডেল কেট।শীঘ্রই বাজারে আসছে কেট মসের নগ্ন বিজ্ঞাপন চিত্র। ভারসাক ব্র্যান্ডের গ্রীষ্মের কালেকশনে নগ্নরূপে চিত্রায়িত হয়েছেন কেট।
সান পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ৩৯ বছর বয়সী এ মডেলকে বিজ্ঞাপনে প্রাণবন্ত রূপে দেখা যাবে। আর অবশ্যই তার সুদর্শন দুই নয়নের কারুকাজ তো থাকবেই। এছাড়া ঝলমলে চুলের বাহারি রূপ ফুটে উঠবে।
এ বিজ্ঞাপন চিত্রের কয়েকটি ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এর একটিতে কালো ও হলুদ সংমিশ্রনের পোষাকে আবেদনময়ীরূপী দেখা যাচ্ছে কেটকে। অপরটিতে নগ্ন কেট কয়েকটি হ্যান্ডবেগ প্রদর্শন করেছেন। ইন্ডিয়া টুডে।