বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকক্সবাজারে ভারি বর্ষণ, হাতিয়া-কোম্পানিগঞ্জে পানিবন্দি ৩০ হাজার মানুষ

কক্সবাজারে ভারি বর্ষণ, হাতিয়া-কোম্পানিগঞ্জে পানিবন্দি ৩০ হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

কক্সবাজারে জোয়ারের পানি নামতে শুরু করলেও এখন চলছে ভারি বর্ষণ। অন্যদিকে নোয়াখালীর হাতিয়ায় ও কোম্পানিগঞ্জে পানিবন্দি হয়ে আছেন প্রায় ৩০ হাজার মানুষ।

কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করা হলেও শুক্রবার সকাল থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এদিকে পূর্ণিমার জোয়ারের পানি নামতে শুরু করায় শহরের কুতুবদিয়া পাড়া, সমিতিপাড়া, কুদবদিয়া, পেকুয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলার নিচু এলাকার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

গত ৪ দিনে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিলীন হয়ে গেছে উপকূলের ২শ’র বেশি চিংড়ির ঘের। এতে প্রায় একশ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, চিংড়ি চাষিরা।

বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও কোম্পানিগঞ্জে এখনও ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পঞ্চমদিনের মতো আজও বন্ধ রয়েছে সি-ট্রাক ও ট্রলার চলাচল। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকাগুলোতে চাল ও নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ