ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
দলের কেন্দ্রীয় সভাপতির মুক্তি, নিখোঁজ নেতাদের সন্ধান দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রশিবির। দাবি আদায় না হলে সারা দেশে হরতাল পালন করবে ইসলামী ছাত্র সংগঠনটি।
আজ শুক্রবার দলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিবৃতি জানানো হয়, কয়েকদিন আগে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা শিবিরকর্মী আব্দুল আজিজকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা তাজাম্মুল আলী, আজিজুর রহমান, আব্দুস সালাম ও নুরুল আমিনকে গ্রেফতারের পর আদালতে হাজির না করার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। অবিলম্বে ছাত্রশিবিরের নেতাদের সন্ধান দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
রোববার শিবিরের হরতাল!