বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়সালমানের ওয়েবসাইট চালু

সালমানের ওয়েবসাইট চালু

বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বলিউড অভিনেতা সালমান খান মামলা সংক্রান্ত সকলের প্রশ্ন এড়াতে সম্প্রতি একটি ওয়েবসাইট চালু করেছেন। সেখানে মামলা সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে বলে তিনি জানিয়েছেন। ডিএনএ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে জয়পুরে সুরাজ ভারজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কালো হরিণ শিকারের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন সালমান। এরপর ২০০২ সালে ৪জনকে গাড়িচাপা দেওয়া সংক্রান্ত মামলার কারণে আবারও শিরোনামে উঠে আসেন তিনি। মামলা সংক্রান্ত প্রতিটি পর্যায়ের নিখুঁত ছবি তুলে ধরতেই ওয়েবসাইটটি চালু করেছেন সালমান।

 ‘দাবাং’ খ্যাত ওই অভিনেতার মুখপাত্র বলেন, ‘আমরা সম্প্রতি  একটি ওয়েবসাইট চালু করেছি। মামলা সংক্রান্ত সব ধরনের তথ্য এই সাইটটিতে পাওয়া যাবে। মামলা সম্পর্কে জানতে আগ্রহীরা ওই ওয়েবসাইটে গেলেই তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন।’  উক্ত মামলার রায়ে ৩০৪ ধারা অনুসারে সালমানের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ