বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড ড্রিমগার্ল হেমা মালিনীর ছোট মেয়ে অহনা দেওল। ইতিমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাত্র দিল্লীর ব্যবসায়ী বৈভব ভোরা।
জানা যায়, গতবছরের জুনে বড় বোন বলিউড অভিনেত্রী এষা দেওলের বিয়েতেই অহনার সঙ্গে পরিচয় হয় দিল্লীর ব্যবসায়ী বৈভব ভোরার। পরিচয় পর্ব থেকে টুকটাক কথাবার্তা,অবশেষে প্রেম। এবার সিদ্ধান্ত নিলেন বিয়ে করার। তবে বিয়েটা আসলে কবে হচ্ছে সেটা নিশ্চিত করে বলেনি কোন সূত্র। তবে একাধিক সূত্রের খবর বিয়ে এ মাসেই।
বিয়ে প্রসঙ্গে হেমা মালিনি বলেন, ‘আমি বেশ উচ্ছ্বসিত। এটা আমার জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ দিন। ঠিক এক বছর আগের এ মাসেই আমি আমার বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম। বৈভব আসলেই খুব ভালো ছেলে। সে আমাদের সবারই খুব পছন্দের পাত্র।’
উল্লেখ্য, হেমা মালিনী কন্যা অহনা ওড়িশি নৃত্যে বেশ পারদর্শী। ভারত ও এর বাইরে তিনি অসংখ্য স্টেজ শো তে পারফর্ম করেছেন। এছাড়া মা ও বোন এষা দেওলের সঙ্গেও স্টেজে তিনি নৃত্য পরিবেশন করেছেন। নৃত্যের পাশাপাশি তিনি একজন ফ্যাশন ডিজাইনারও।