গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে বিএনপি। রবিবার বিকালে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে এ দাবি জানান। এসময় প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদ বলেন, বিএনপি’র দাবি যাচাই বাছাই করে সেনা মোতায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
এম.কে আনোয়ার বলেন, চার সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ জয়লাভ করেনি, এর ফলে তারা গাজিপুর সিটি নির্বাচনে বল প্রয়োগ করতে পারে। তিনি আরো বলেন, আওয়ামী সমর্থক গোষ্ঠি’র বল প্রয়োগ ঠেকাতেই সেনা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বিএনপি। রকিবউদ্দিন আহমদ বলেন, চার সিটি কর্পোরেশনে বিশেষ ব্যবস্থা নেওয়ায় কোন ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠ হয়েছে, সেভাবে গাজিপুর নির্বাচনে ব্যবস্থা নেয়া হচ্ছে।