শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সৌদি আরবের সরকারি ছুটির দিন পরিবর্তিত

সৌদি আরবের সরকারি ছুটির দিন পরিবর্তিত

saudi badshaসৌদি আরবের সরকারি ছুটির দিন পরিবর্তিত হয়েছে। শুক্র ও শনিবার রাষ্ট্রীয় ছুটি ঘোষনা করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ। নতুন সিদ্ধান্ত মতে, রোববার থেকে বৃহস্পতিবার থাকবে পূর্ণ কর্মদিবস।

২৯ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বর্তমানে সৌদিতে বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি।

জনস্বার্থ, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিশদ বিবেচন করে সিদ্ধান্তটি নেয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মন্ত্রনালয়সহ, সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সৌদি আর্থিক সংস্থা, ক্যাপিটাল মার্কেটসহ সব প্রতিষ্ঠানে রোববার থেকে বৃহস্পতিবার কর্মদিবস এবং শুক্র ও শনি সরকারি ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়, স্কুল এবং পাবলিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ