বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েজাহাঙ্গীর আলম'র প্রার্থীতা প্রত্যাহার, আজমতকে সমর্থন

জাহাঙ্গীর আলম’র প্রার্থীতা প্রত্যাহার, আজমতকে সমর্থন

JAHANGIR PRESSগাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটি’র ব্যানারে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার বিকালে গাজীপুরে নাগরিক কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে ১৪ দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দলের স্বার্থে আজমত উল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, নির্বাচনে প্রতিক বরাদ্দের পর থেকে গাজিপুরে নির্বাচনী প্রচার প্রচারণার কাজে জাহাঙ্গীর আলমকে পাওয়া যাচ্ছিলো না। প্রধান বিরোধীদল বিএনপি অভিযোগ করে আসছিল যে, জাহাঙ্গীর আলমকে ক্ষমতাসীনরা আটক করে রেখেছিল।

আরও পড়ুন

সর্বশেষ