রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলাইসেন্সের দাবিতে সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালক-মালিকরা

লাইসেন্সের দাবিতে সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালক-মালিকরা

লাইসেন্সের দাবিতে নগরীর সিটি গেইট এলাকায় সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালক-মালিকরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার সাকল ১১টা ২৫ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ শুরু করে।নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বলেন, অবরোধকারীদের সঙ্গে আলাপ করে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।  তারা যদি না সরে তবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ঘটনাস্থলে ১০ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে কয়েকশ’ ব্যাটারি রিকশা চালক-মালিকরা কর্ণেল হাট এলাকার কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়।  পরে তারা সেখান থেকে একটি মিছিল নিয়ে সিটি গেইট এলাকার গোল্ডেন কন্টেইনার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছিল।

আরও পড়ুন

সর্বশেষ