রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয় সিআরবি ভবনের পশ্চিম পাশের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসকারী ৭০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২ টা থেকে একটানা ৫টা পর্যন্ত গলাচিপা পাহাড়ের পাদদেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। আজ আরো দেড়শ পরিবারকে উচ্ছেদ করা হবে বলে রেলওয়ের এস্টেট বিভাগ থেকে জানা গেছে। তাদেরকে নিরাপদে চলে যাওয়ার জন্য গতকাল সময় দেয়া হয়েছে। প্রায় এক মাস সময় দেয়ার পর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় এস্টেট কর্মকর্তা মো. আবদুল বারীর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় এস্টেট কর্মকর্তা মো. আবদুল বারী আজাদীকে জানান, রেলওয়ের মালিকানাধীন গলাচিপা পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করে আসছে। আমরা তাদেরকে বারবার নিরাপদে চলে যাওয়ার জন্য বলে আসছি। কিন্তু তারা সরেনি। তাই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ একই এলাকা থেকে আরো দেড়শ পরিবারকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত ছিল।