

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক কংগ্রেশনাল গোল্ড মেডেলে ভূষিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসের সম্মানার্থে আজ চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ চট্টগ্রামের উদ্যোগে দুই পর্বের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধনকৃত তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য ও তাদের প্রশ্নের উত্তর দেবেন ড. ইউনূস। বিকেল সাড়ে তিনটায় ড. ইউনূসের সংবর্ধনা সভা। অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে যারা কার্ড সংগ্রহ করেছেন তাদের কার্ডটি সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।