রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
প্রচ্ছদদেশজুড়েবজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের মৃত্যু, আহত ৭, গাইবান্ধায় গৃহবধূর মৃত্যু

বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের মৃত্যু, আহত ৭, গাইবান্ধায় গৃহবধূর মৃত্যু

bazroচাঁপাইনবাবগঞ্জ শহরে বুধবার বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন।

 

মৃত ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম (৩১), ওমর ফারুক (১৬), মিকাইল বিশ্বাস (১৫)। জহুরুল নয়াগোলা মোড়ের সাইকেল মেকার। আর ওমর ফারুক টেকনিক্যাল স্কুলের ১০ম শ্রেণি এবং মিকাইল ৯ম শ্রেণির ছাত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক ও মিকাইল ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এছাড়া স্থানীয় ঢাকা বাসস্ট্যান্ডে বজ্রপাতের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এসময় আটজন আহত হন। তাদের মধ্যে জহুরুলকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 

বাকিদের রাজশাহী মেডিক্যাল কলেজ ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের আবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গাইবান্ধায় বজ্রপাতে মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে । বুধবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতে মারা যান তিনি। মিনারা বেগম ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী।

 

জানা গেছে, বৃষ্টির সময় বাড়ির উঠোনে কাজ করার সময় আকস্মিক বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্হলে তার মৃত্যু হয়।

 

সোনারায় ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

অপরদিকে একই সময় গাইবান্ধা শহরে বজ্রপাতে জেলা শিল্পকলা একাডেমির ভবনের একাংশ ধসে পড়ে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন

সর্বশেষ