রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

pm ckরানা প্লাজার ক্ষতিগ্রস্তদের মধ্যে পঞ্চম দফায় আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রানা প্লাজা ধসে নিহত ১৩৩ জনের পরিবারের সদস্য এবং ১৮ জন আহতের হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন শেখ হাসিনা। এর আগেও চার দফায় ভবন ধসে নিহত চার শ ৫২ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, নিহতদের প্রত্যেকের পরিবার এবং গুরুতর আহত ১৮ জনের প্রত্যেককে ১০ থেকে ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এদিকে আজও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার উদ্দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক জমা দেওয়া হয়েছে। এ ছাড়াও সাভারের ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, রেলমন্ত্রী মুজিবুল হক এবং সংশ্লিষ্ট সচিবরা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এমনকি তাদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক প্রদান করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতও।

আরও পড়ুন

সর্বশেষ