বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত আছেন ড. আরএ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জেনারেল মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, সরোয়ারি রহমান প্রমুখ।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের করণীয়, পরবর্তী আন্দোলন কৌশল ইত্যাদি ইস্যুতে আলোচনা চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র।