রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউচট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে

ফেনী সদরের বারাহীপুর এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে একটি ট্রাক বারাহীপুর রেল গেট পার হওয়ার সময় রেল লাইনের ওপর উঠে হঠাৎ থেমে যায়। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক চালকসহ তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ট্রেনটি মাঝপথে এসে আটকে পড়ে।

ফেনী রেল স্টেশন মাস্টার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত উদয়ন ট্রেনের বসে যাওয়া ইঞ্জিনটি চট্টগ্রাম নিয়ে গেছে। এছাড়া প্রশাসনের সহযোগীতায় ট্রাকটি রেল লাইনের ওপর থেকে সরানোর পরে ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ