প্রস্তাবিত বাজেট জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, এই বাজেট একটি সুন্দর বড় বেলুন। মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি এ বাজেট সাধারণ মানুষের কষ্ট বাড়াবে বলে বলে তিনি দাবি করেন।
মওদুদআরো বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষ করের টাকা যোগাড় করা সম্ভব হবে না। আর যদি যোগাড় হয় তবে সেখানে অর্থের অপচয় এবং দুর্নীতি হবে। দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।