বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউখালেদার সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান

খালেদার সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান

2(67)জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।  বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গার্মেন্টস শিল্পের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী  বীরবিক্রম খালেদার সঙ্গে বৈঠকে  উপস্থিত আছেন ।  অ্যালান ডানকান সোমবার ঢাকায় পৌঁছেন। এ সফরকালে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ