পলাতক থেকে সংসদে এলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ। গত ৫/৬ মে হেফাজতে ইসলামের তান্ডবে উস্কানি দেয়ার অভিযোগে পুলিশ তার বাসভবন তল্লাশি করে। এমনকি তাকে গ্রেপ্তারেও তৎপর হয় পুলিশ।
সেই থেকে তাকে কোনো টেলিভিশন, টকশো বা প্রকাশ্য সভায় দেখা যায়নি। আজই প্রথম জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেন। আন্দালিব রহমান পার্থ আঠারোদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি।
গত নির্বাচনে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে হারিয়ে ভোলা সদরের এমপি হন পার্থ। বাবা নাজিউর রহমান মঞ্জুর হাত ধরেই রাজনীতিতে আসে র্পাথ।
সাবেক মন্ত্রী নাজিউরের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়েকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতির দুই কন্যা মাহাম সানজিদা রহমান এবং দিনাবিনতে আন্দালিব।