শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়জেএসসির পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেএসসির পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

৪ নভেম্বর জেএসসির পরীক্ষার দিন খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজবাড়ীর পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। ছেলেমেয়েদের শিক্ষার পরিবেশ নস্যাৎ করতেই ১৮ দল হরতাল ডেকেছে বলে তিনি অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, টেলিফোনে খালেদা আমাকে ঝাড়ি দিয়েছেন। তিনি ক্ষমতায় নতুন ধারার সরকার প্রতিষ্ঠা করতে চান।উনি শান্তির বাণি শোনান, ধর্মের কথা বলেন। আবার হরতাল নৈরাজ্য করে মানুষ হত্যা করেন। কুরআন শরীফ পোড়ান।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া আল্টিমেটাম দিয়ে আমাকে দেশ ছাড়া করতে চেয়েছিলেন। কিন্তু পারেন নি। আমি এখনও ক্ষমতায় আছি উল্লেখ করে তিনি বলেন, উনি সর্বদলীয় সরকার পছন্দ করেন না। বোমা মেরে মানুষ হত্যা করছেন। মানুষ হত্যাকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তিনি। বিএনপি নেত্রীকে অনুরোধ করে তিনি বলেন, জেএসসি পরীক্ষার স্বার্থে ৪ তারিখের হরতাল প্রত্যাহার করুন।
আরও পড়ুন

সর্বশেষ