শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়আইসিটি আইনে তথ্যমন্ত্রীও অভিযুক্ত: ফখরুল

আইসিটি আইনে তথ্যমন্ত্রীও অভিযুক্ত: ফখরুল

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ করায় তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজেই অভিযুক্ত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাংবাদিক মাহমুদুর রহমানকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একই অভিযোগে তথ্যমন্ত্রী নিজেও অভিযুক্ত। কারণ খালেদা জিয়ার অনুমতি না নিয়েই ইনু তার কথা প্রকাশ করেছেন। আর প্রধানমন্ত্রী এতে সমর্থন দিয়েছেন। কাজেই তথ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ‘আক্রান্ত গণমাধ্যম: সংকটের আবর্তে দেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার একদিকে মুখে গণতন্ত্রের কথা বলে আর অন্যদিকে গণতন্ত্র বিরোধী কাজ করে। আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্টই এমন। গণতন্ত্রকে কীভাবে ধ্বংস করা যায় তার সব কাজ তারা চালিয়ে যান।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত পাঁচ বছরে ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছে। যে কারণে গণমাধ্যম আজ তাদের দ্বারা আক্রান্ত।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শতকরা ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান কিন্তু আওয়ামী লীগ সরকার তা চায় না।’ তিনি বলেন, ‘যখন মানবাধিকার ও গণতন্ত্র হুমকির সম্মুখিন হয়েছে তখন ফরহাদ মজহার সামনে থেকে কথা বলেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন বলেই আজকে ফরহাদ মজহারকে দোষারোপ করা হচ্ছে। যারা ফরহাদ মজহারের বিচার চান তারা একবারও সাগর-রুনির হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন না।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ,  অধ্যাপক ইউসুফ হায়দার, বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, সভাপতি রুহুল আমীন গাজী, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়ান খান  প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ