শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে নয়টি ল্যাবে দুই হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৫৪ শতাংশ। আজ রোববার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার তিন জন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার ২৮ জন, চান্দনাইশের দুই জন, পটিয়ার ৩৬ জন, বোয়ালখালীর ৩৭ জন, রাঙ্গুনিয়ার ৩৮, রাউজানের ৪০, ফটিকছড়ির পাঁচ, হাটহাজারীর ৬৬, সীতাকুণ্ডের ১৯, মীরসরাইয়ের ১২ জন ও ২৩ জন সন্দীপ উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫৬ হাজার ৯০৯ ও ১৮ হাজার ৪৫৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৪৩ ও উপজেলা পর্যায়ের ৩৪২ জনসহ মোট ৮৮৫ জন মারা গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ