বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচসিকের আলকরণ ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ

চসিকের আলকরণ ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র‌্যাবের টিম দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ভোটগ্রহণে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

এই ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম (লাটিম), বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুর রহমান লাভু (রেডিও) ও হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি)। আলকরণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন, ভোটকেন্দ্র ৭টি ও বুথের সংখ্যা ৪২টি।

আরও পড়ুন

সর্বশেষ