বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়নীরবতা ভেঙে যুদ্ধাপরাধীদের বিচার কাজকে সমর্থন করার আহ্বান : খালেদা জিয়ার প্রতি...

নীরবতা ভেঙে যুদ্ধাপরাধীদের বিচার কাজকে সমর্থন করার আহ্বান : খালেদা জিয়ার প্রতি ইনু

নীরবতা ভেঙে যুদ্ধাপরাধীদের বিচার কাজকে সমর্থন করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ করে তিনি বলেছেন, তার নীরবতা গণতন্ত্রের জন্য দুঃখজনক সংবাদ এবং হুমকিস্বরূপ।

ইনু বলেন, আপিল বিভাগের রায়ের পর বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নীরবতা রহস্যজনক। রায়ের পর নীরবতার মাধ্যমে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের প্রতি নির্লজ্জ সমর্থন দেখিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে, উনি শহীদদের আত্মত্যাগ মানেন না, ন্যায়বিচার মানেন না এবং মা-বোনদের আত্মত্যাগও মানেন না।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আ: আলিম স্বপন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিং রায় প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ