বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েখুলনা বিভাগখুলনা-৪ উপ-নির্বাচনে সালাম মুর্শেদীর মনোনয়নপত্র দাখিল

খুলনা-৪ উপ-নির্বাচনে সালাম মুর্শেদীর মনোনয়নপত্র দাখিল

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। সাবেক এ কৃতী ফুটবলার বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি। ২৬ আগস্ট দুপুরে খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন সালাম মুর্শেদী।

আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শূন্যঘোষিত খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২০ সেপ্টেম্বর। আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম মুর্শেদী ছাড়া উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আরো দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- জাতীয় পার্টির এস এম আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর ডা. শেখ হাবিবুর রহমান। এখন পর্যন্ত আব্দুস সালাম মুর্শেদী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

মুর্শেদীর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বিসিবির পরিচালক শেখ সোহেল, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল হক, কামরুজ্জামান জামাল, আক্তারুজ্জমান বাবু, হুমায়ূন কবীর ববি, শেখ মো. আকবর আলী, মুন্সী মাহবুব আলম সোহাগ, ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। ঘোষিত তফসিল অনুসারে, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২৮ আগস্ট (মঙ্গলবার) এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর । প্রতীক বরাদ্দ ৫ সেপ্টেম্বর (বুধবার)।

আরও পড়ুন

সর্বশেষ