শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়দীর্ঘ ১৭ বছর পর আবাসিক গ্যাস সংযোগ পেল ভোলাবাসী

দীর্ঘ ১৭ বছর পর আবাসিক গ্যাস সংযোগ পেল ভোলাবাসী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর আবাসিক গ্যাস সংযোগ পেল ভোলাবাসী। বুধবার সকালে আবাসিক গ্যাস সংযোগের উদ্বোধন করা হয়েছে। সংযোগের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

বহুবছর পর গ্যাস সংযোগ পাওয়াতে আনন্দে আত্মহারা ভোলার মানুষ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বাপেক্স ও পেট্রোবাংলার ঊধ্বতন কর্মকর্তারা।
ভোলা পৌরসভা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পৌর ২০ কিলোমিটার এলাকায় গ্যাসের পাইপ লাইন টানার কাজ শেষ হয়। আরো ৪০ কিলোমিটার লাইন টানা হবে। পর্যায়ক্রমে সবাই গ্যাসের সুযোগ দেয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৩-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ওই গ্যাস আবিষ্কারের  পর বর্তমান সরকারের আমলের প্রথমদিকে ভোলায় ৩৪ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হয়। ওই গ্যাস থেকেই বিদ্যুৎ উৎপাদন করে ভোলা জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে ভোলাবাসীর দাবির মুখে কয়েক বছর আগে আবাসিক ও বাণিজ্যিক লাইনে গ্যাস সংযোগ কাজ শুরু হলেও মাঝপথে গ্যাস সংযোগের কাজ থমকে যায়।
আরও পড়ুন

সর্বশেষ