রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়হেনেস্থা হলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা

হেনেস্থা হলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা

 

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

ভারতের ব্যাডমিন্টন তারকা জাওলা গাট্টা মেয়েদের মধ্যে সচেতনতা তৈরিতে লড়াই করেন । সাইনা নেওয়ালের পর তার নাম উচ্চারিত হয় ভারতে। নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে কাজ করছেন এই মহিলা ব্যাডমিন্টন তারকা। কিন্তু এবার তাকেই  হেনস্থার শিকার হতে হলো। রোববার ভারতীয় ব্যাডমিন্টন লিগে (আইবিএল) দর্শকদের কাছ থেকে ইভটিজিংয়ের শিকার হন জাওলা। রোববার রাতে ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে দিল্লি স্ম্যাশারর্শের এই তারকা ভি ডিজুর মোকাবেলা করছিলেন। ড্র হওয়া ওই ম্যাচটি চলাকালে দর্শকরা নোংরা ও আপত্তিকর বিভিন্ন মন্তব্য করে। বিষয়টি ক্ষেপিয়ে তোলে ২৯ বছর বয়সী জাওলাকে।
ম্যাচ শেষে ভারতীয় ব্যাডমিন্টন তারকা বলেন, ম্যাচ চলাকালে কিছু কিছু লোক তার সম্পর্কে বিভিন্ন কুরুচিকর ও নোংরা মন্তব্য করে, যা তাকে রাগিয়ে তোলে। এই ঘটনার পর বিষয়টি নিয়ে চিন্তিত জাওলা। তিনি বলেন, মেয়েদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। নতুন করে ভাবা দরকার আমাদের মূল্যবোধ নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ