শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়প্রথম টেষ্ট হেরেছে বাংলাদেশ

প্রথম টেষ্ট হেরেছে বাংলাদেশ

মাত্র ৩৩ রানের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির রহমান, সঙ্গী তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। কিন্তু চট্টগ্রামের উইকেট যেন টাইগারদের কথা শুনবে না পণ করেই রেখেছে। তাইতো মাত্র ১০ রান যোগ করতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচে খেলতে থাকা শেষ দুই ব্যাটসম্যান নেন বিদায়। ফলে আরও একটি স্বপ্নের অপমৃত্যু ঘটে। আবারও এক রাশ কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের।

সোমবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের আট উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর ১০ রান যোগ করতেই বেন স্টোকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তাইজুল ইসলাম। এর দুই বল পর এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন শফিউলও। চতুর্থ দিনের খেলায় দলীয় ৮১ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে স্বাগতিকরা। তামিম ইকবাল ৯ রানে ফিরলেও, ইমরুল কায়েস খেলেন ৪৩ রানের একটি দারুণ ইনিংস। ৬১ বল খরচ করে এ ইনিংসটি খেলার পর দলীয় ৮১ রানের সময় আদিল রশিদের বলে স্লিপে থাকা জো রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

মধ্যাহ্ন বিরতির পর গ্যারেথ ব্যাটির বলে ২৭ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মমিনুল হক। এর পরপরই আবার সেই ব্যাটির এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে রিয়াদ সংগ্রহ করেন ১৭ রান। এরপর সাকিব এসে মুশফিকের সাথে জুটি বেঁধে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত মঈন আলীর শিকারে পরিণত হন তিনি। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে সাকিব করেন ২৪ রান।

অভিষিক্ত সাব্বিরকে সঙ্গে নিয়ে ৮৭ রানের দারুণ এক জুঁটি গড়ে দলীয় ২২৭ রানের সময় সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিক। ব্যাটির বলে শর্টলেগে গ্যারি ব্যালান্সের হাতে ক্যাচ দেওয়ার আগে মুশফিক সংগ্রহ করেন ৩৯ রান। এর পরপরই স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ব্রডের অপর শিকার হয়েছেন শূন্য রান করা কামরুল ইসলাম রাব্বি। ইংলিশদের পক্ষে এদিন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন গ্যারেথ ব্যাটি। আর দুটি করে উইকেট নিয়েছেন মঈন আলী ও স্টুয়ার্ট ব্রড।

এর আগে ম্যাচের চতুর্থ দিনের শুরুতে মাঠে নামেন আগের দিনে অপরাজিত থাকা ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। তবে সাকিবের ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রানআউটের শিকার হয়েছেন ব্রড। এরপর আর সাত রান নিতেই হারিয়েছে শেষ উইকেটটিও।

৭৭.৫ ওভারে সাকিবের করা বলে রান নিতে গিয়ে মিরাজ ও মুশফিকের দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ব্রড। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১০ রান। ওকসের সঙ্গে ক্রিজে যোগ দেন শেষ ব্যাটসম্যান গ্যারেথ বেটি। তবে তিনি মাত্র ৮ বল মোকাবিলা করে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হলে ইংলিশদের ইনিংস ২৪০ রানে থামে।

এদিকে শনিবার (২১ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৮ রান। এদিন এই ইনিংসে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান একাই তুলে নেন ৫টি উইকেট। এর আগে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে সব উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৪৮ রান। ফলে ৪৫ রানের লিড পায় সফরকারীরা। তবে তৃতীয় দিন শেষে তাদের লিড গিয়ে দাঁড়ায় ২৭৩ রান।

এদিন স্বাগতিকদের প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে গেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ইংলিশরা। সফরকারী দলের অধিনায়ক প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি। আর দ্বিতীয় ইনিংসেও মাত্র ১২ রানেই ফিরেছেন সাজঘরে। ইংলিশ অধিনায়কের উইকেটটি নিয়েছেন অভিষেকে দুর্দান্ত চমক সৃষ্টি করা মেহেদী হাসান মিরাজ। এরপর একে একে জো রুট ও ওপেনার বেন ডাকেটকে সাজঘরে পাঠান সাকিব আল হাসান। ৯ রান করা গ্যারি ব্যালেন্সকে ক্যাচ আউট করে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। লেগ স্লিপ থেকে ক্যাচটি ধরেছেন ইমরুল কায়েস।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী প্রথম ইনিংসে দলীয় সংগ্রহে অবদান রাখলেও দ্বিতীয় ইনিংসে ১৪ রানেই সাকিবের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তারপর দলের হাল ধরেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজনে তোলে ১২৭ রান। এ জুটি চিন্তার ভাজ ফেলেছিল টাইগার অধিনায়ক মুশফিকের কপালে। তবে বেয়ারস্টোকে ৪২ রানে বোল্ড আউট করে এই জুটি ভাঙ্গেন অভিষিক্ত কামরুল ইসলাম রাব্বি।

এরপরই ইংলিশ শিবিরের হাল ধরা বেন স্টোককে (৮৫ রান) এলবিডব্লিউ করে আরও স্বস্তি এনে দিয়েছেন সাকিব। এর কিছ পরেই ৯ রান করা রশিদকেও এলবিডব্লিউ করে সাজঘরে পাঠিয়ে এক ইনিংসে ৫টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম পঞ্চম উইকেট শিকার।

এর আগে ২০ অক্টোবর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক। ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ৯২ ওভারে ৭ উইকেটে তারা সংগ্রহ করে ২৫৮ রান। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংলিশরা তেমন একটা সুবিধা করতে পারেননি। স্কোরবোর্ডে আর মাত্র ৩৫ রান জমা করেই অলআউট হয়েছে তারা। দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৯৩ রান।

আরও পড়ুন

সর্বশেষ