শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবাসচাপায় পোশাক নারী শ্রমিক নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাসচাপায় পোশাক নারী শ্রমিক নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় এক নারী শ্রমিক (২০) পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে ওপেক্স গ্রুপের সিনহা টেক্সটাইলের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।  এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

কাঁচপুর থানার ওসি শেখ শরীফুল আলম জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে বাসচাপায় ওপেক্স গ্রুপের  সিনহা টেক্সটাইল নামের গার্মেন্ট কারখানার এক নারী শ্রমিক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, শ্রমিক নিহতের খবর পাওয়ার পরই ওপেক্স গ্রুপের প্রায় কয়েক হাজার শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর দাঁড়িয়ে অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ