শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসিলেটে রাগীব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জালিয়াতি মামলায় সিলেটের ‘শিল্পপতি’ রাগীব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত। রাগিব আলীসহ তার ছেলে-মেয়ে, ছেলের বউ ও তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে ১০ আগস্ট দুপুরে চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হীরু এ পরোয়ারা জারি করেন। সরকার পক্ষে মামলার নথি উত্থাপন করেন কোর্ট পরিদর্শক আব্দুল হাশেম। বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ শামীম বলেন, জালিয়াতির দুই মামলায় ছেলে-মেয়ে ও সেবায়েতসহ রাগীব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি বলেন, বুধবার জালিয়াতির দু’টি মামলার শুনানির সময় শারীরিক অসুস্থতা দেখিয়ে তারিখ পেছানোর দাবি করেন রাগির আলীর আইনজীবী। ‘তবে আদালতের বিচারক তা নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে এজলাসে অবস্থান করায় তাৎক্ষণিক মামলা সংক্রান্ত বিস্তারিত দিতে পারেননি সরকার পক্ষের এই আইনজীবী। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজসহ সরকার পক্ষের কৌশলীরা।

আরও পড়ুন

সর্বশেষ