শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়প্রিমিয়ার লিগ ফুটবলের স্বত্ব কিনেছে সাইফ গ্লোবাল স্পোর্টস

প্রিমিয়ার লিগ ফুটবলের স্বত্ব কিনেছে সাইফ গ্লোবাল স্পোর্টস

লাভ নয়, ফুটবলের জাগরণের জন্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্বত্ব কিনেছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস (এসজিএস)। প্রতি বছর এ পেশাদারি ফুলবল লিগের জন্যে স্বত্ব বাবদ ৪ কোটি টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দিতে হবে। এর বাইরে লোগো উন্মোচন, কনসার্ট, প্রচারণা, খেলা, পুরস্কার, অনুষ্ঠান ইত্যাদি কর্মযজ্ঞ পরিচালনায় বছরে ৮-৯ কোটি টাকা খরচ হবে স্বত্ব গ্রহীতার। ১৭ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রিমিয়ার লিগ ফুটবলের সমন্বয় সভায় সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর সঙ্গে সম্পৃক্ত। বাফুফের কাউন্সিলর তিনি। দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। স্বত্ব কেনার প্রথম বছরে অনেক ক্ষতি হবে তার। এর মধ্যে জজ ভূঁইয়া (জেবি) গ্রুপ টাইটেল স্পন্সরশিপ কিনেছে দেড় কোটি টাকায়। কাঙিক্ষত স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না। তারপরও ব্যাপক প্রচারণার মাধ্যমে দর্শকের যদি ঢল নামে তবে সেটি লিগের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের জন্যে প্রেরণা হবে। স্পন্সর হতে অনেকে এগিয়ে আসবে। দেশে ফুটবলের জাগরণ সৃষ্টি হবে।

মিডিয়ার সার্বিক সহযোগিতা চেয়ে মেয়র বলেন, মিডিয়াকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রচার-প্রচারণাকে যেন গুরুত্ব দেওয়া হয়। মিডিয়া জিরোকে হিরো আর হিরোকে জিরো বানাতে পারে। এটি বাস্তবতা। মিডিয়া যদি ইতিবাচক ভূমিকা রাখে তবে দর্শক আকৃষ্ট হবেই। তারা খেলা দেখতে গ্যালারিতে আসবে। যদিও প্রতিটি ম্যাচ রেডিও, টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। মেয়র বলেন, ফুটবলের প্রাণ হচ্ছে দর্শক। দর্শক সমাগমের জন্যে সাইফ পাওয়ার টেক কনসার্ট, পোস্টার, লিফলেট, মাইকিং, জনসংযোগ, মতবিনিময়সহ সম্ভাব্য সব কিছু করবে।

সভায় জানানো হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে ২০ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় কনসার্ট অনুষ্ঠিত হবে। জনপ্রিয় শিল্পী মমতাজ, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু শীর্ষস্থানীয় ব্যান্ডদলগুলো অংশ নেবে কনসার্টে। এরপর ২৪ জুলাই থেকে ফ্লাড লাইটের আলোয় প্রতিদিন দুটি করে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতাপূর্ণ করতে ভিন্ন আঙ্গিকে লিগ আয়োজন করা হচ্ছে।  ১৮ জুলাই বিকেলে হোটেল সোনারগাঁওতে লোগো উন্মোচন করা হবে।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এক প্রশ্নের উত্তরে রোববার রাতে বলেন, ‘ফুটবল জনপ্রিয় খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তাকে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে চাই। একটি গণজাগরণ ঘটাতে চাই। আমরা শুধু লিগ কিংবা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে সীমাবদ্ধ থাকতে চাই না। ফুটবলের উন্নয়নে নিরলস কাজ করার মাধ্যমে ফুটবল দিয়েই বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে চাই। প্রিমিয়ার লিগ ফুটবল সফল করার জন্যে তিনি দেশের ফুটবলপ্রেমীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। এবার মাঠে এসে খেলা উপভোগের জন্য জনপ্রতি টিকেটের (এক দিনের দুটি ম্যাচ) দাম নির্ধারণ করা ‍হয়েছে ৫০ টাকা। এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ