রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচান্দগাঁও রেলওয়ে বস্তিতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর

চান্দগাঁও রেলওয়ে বস্তিতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর

নগরীর চান্দগাঁও থানার খেঁজুরতলা রেলওয়ে বস্তিতে আগুনে পুড়েছে ১৪টি কাঁচা বসতঘর।  সোমবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.জসীম উদ্দিন জানান, চান্দগাঁও থানার খেঁজুরতলা রেলওয়ে বস্তিতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সোমবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। চান্দগাঁও  ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।  ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ