রবিবার, মে ১২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েময়মনসিংহের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ শহরে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ওসি আব্দুস সাত্তার জানান, সকাল সোয়া ৬টায় শহরের মিন্টু কলেজ লেভেল ক্রসিং এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। বগি সরিয়ে নেয়ার পর সকাল পৌনে ১০টার দিকে আবার রেল চলাচল শুরু হয়।

ওসি জানান, সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস শহরের মিন্টু কলেজ লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায়। এতে রেল লাইনের প্রায় অর্ধ শতাধিক স্লিপার ভেঙে যায়। তবে ময়মনসিংহ স্টেশনের কাছাকাছি এসে চালক গতি কমিয়ে আনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।   দীর্ঘসময় লাইন বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনসহ কয়েকটি ট্রেন এ সময় বিভিন্ন স্টেশনে আটকে থাকে। জিআরপি ওসি জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়। লাইন মেরামত শেষে সকাল পৌনে ১০টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ