রবিবার, মে ২৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়মন্ত্রিসভার বৈঠক চলছে

মন্ত্রিসভার বৈঠক চলছে

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় সবিচালয়ের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে উচ্চ আদালতের বিচারপতিদের ইমপিচমেন্টের (অভিশংসনের বা অপসারণের লক্ষ্যে সংসদের মাধ্যমে অনাস্থা এনে অপসারণ) ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দিতে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪’ এর খসড়া উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি দ্রুত করার জন্য তাগিদ দেওয়ার পর গেল সপ্তাহের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকের জন্য পাঠানো হয়। তাই আলোচিত পঞ্চদশ সংশোধনীর পর সংবিধানের ১৬তম সংশোধনী আসছে। এদিনের মন্ত্রিসভা বৈঠকে আইনটি নীতিগত অনুমোদন পেলে তা বিধি অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে। এরপর দশম সংসদের তৃতীয় অধিবেশনেই এ-সংক্রান্ত বিল উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। আইনটি সংসদে পাস হলে সংবিধানে ষোড়শ সংশোধন অন্তর্ভুক্ত হবে।

আরও পড়ুন

সর্বশেষ